ফুলগাজীর মুন্সীরহাটে নির্বাচনী প্রচারণায় 'একটা জাল ভোটও আমি চাইনা' - আলাউদ্দিন চৌধুরী নাসিম
- Updated Dec 26 2023
- / 577 Read
ফুলগাজী প্রতিনিধি:
একটা জাল ভোট আমার নির্বাচনী বাক্সে পরুক আমি চাইনা। জাল ভোটের এমপি হতে আমি চাইনা ৭ তারিখে মা বোনদেরকে নৌকায় ভোট দিবেন। ফুলগাজীর মুন্সীরহাটে নির্বাচনী প্রচারণায় আলাউদ্দিন চৌধুরী নাসিম উপরোক্ত মন্তব্য করেন।
গতকাল সোমবার সন্ধ্যায় মুন্সীরহাটে নৌকার পক্ষে নির্বাচনী প্রচারণায় দরবারপুর ইউনিয়নের চেয়ারম্যান নিজাম উদ্দিন’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ফেনী-১ নির্বাচনী এলাকার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলাউদ্দিন চৌধুরী নাসিম। বিশেষ অতিথি ছিলেন ফেনী-১ আসনের এমপি শিরিন আখতার, ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বাশার মজুমদার তপন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আব্দুল্লাহ, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আব্দুল আলিম মজুমদার, ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন মজুমদার।
এছাড়াও উপস্থিত ছিলেন, দরবারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. ওমর, সাধারণ সম্পাদক বলরাম গোপ, ফুলগাজী উপজেলা যুবলীগের সভাপতি সালেহ আহমদ মিন্টু উপজেলা ছাত্রলীগের সভাপতি ইয়ামিন মজুমদার প্রমুখ।